বিষয়ঃ মনিটরিং ওয়েল এর কার্যক্রম সমূহ অটোমেশনের লক্ষ্যে পাইলটিং প্রসঙ্গে
উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, সাভার-কেরানীগঞ্জ ওয়েলফিল্ড প্লান্ট সম্পূর্ন ডীপটিউবয়েল কেন্দ্রিক শতভাগ স্ক্যাডা নির্ভর একটি আধুনিক পানি শোধনাগার। সর্বমোট ৪৬টি ডীপটিউবয়েল হতে পানি উত্তোলন করে পরিশোধন করে ঢাকাতে প্রেরন করা হয়। ডীপটিউবয়েল দ্বারা পানি উত্তোলনের প্রভাবে এর আশেপাশের এলাকার পানির লেয়ার এর কিছুটা পরিবর্তন ঘটে। তাই প্ল্যান্টটির আওতাধীন এরিয়াতে পানির লেভেল পরিমাপ ও পরিবেশের উপর প্রভাব পর্যবেক্ষন এর জন্য ১৫টি মনিটরিং ওয়েল স্থাপন করা হয়েছিল। উক্ত মনিটরিং ওয়েল হতে প্রাপ্ত ডাটা এনালাইসিস করে প্ল্যান্টটির আওতাধীন এরিয়ার ওয়াটার লেভেলসহ পরিবেশের উপর প্রভাব এর সংশ্লিষ্ট ব্যাপারে সম্যক ধারনা পাওয়া যায়। যা প্ল্যান্টের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রনয়নে গুরুত্তপূর্ন ভূমিকা পালন করে আসছে।
পরিবর্তিত পানির লেয়ার পরিমাপ এবং মনিটরিং এর জন্য অত্র এলাকায় সর্বমোট ৩০টি মনিটরিং ওয়েল ও মনিটরিং সেন্সর স্থাপন করা হয়েছে। স্থাপিত মনিটরিং সেন্সর হতে প্রতি ঘন্টায় ঘন্টায় পানির লেভেল পরিমাপ করা হয় এবং সেন্সর এর ভিতরের মেমরীতে সেভ হয়।
মেমরীতে সেভ হওয়া ডাটা প্রতি মাসে গিয়ে ল্যাপটপের সাহায্যে সেন্সর হতে সংগ্রহ করতে হয়। মনিটরিংওয়েল গুলোর লোকেশন পুরো এলাকা জুড়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে তাই প্রতি মাসে ডাটা সংগ্রহ করা অনেক সময় সাপেক্ষ এবং বর্ষা মোসুমে অনেকটা দুরুহ , এমনকি কিছু কিছু জায়গাতে এই সময় নোকা ব্যবহার করতে হয়।
মনিটরিং ওয়েল গুলোতে স্থাপিত সেন্সর হতে প্রতি মাসে একবার করে ম্যানুয়াল পদ্ধতিতে ডাটা সংগ্রহ করে মাইক্রোসফট এক্সেল এর সাহায্যে রিপোর্ট তৈরী করতে হয়। যা অত্যন্ত সময় সাপেক্ষ, দুরূহ এবং অতীতের ডাটা গুলো কাস্টমাইজ আকারে প্রেজেন্ট করা সম্ভবপর হয়না । তাছাড়া মূল স্ক্যাডা সিস্টেমের সাথে এর কোন কানেক্টিভিটি না থাকার কারনে তুলনা ভিত্তিক কোন ডাটা তৈরী করা সম্ভব হয় না। উল্লেখিত সমস্যার গুলোর দরুন স্থাপিত মনিটরিং ওয়েল এর পূর্ন সুফল পাওয়া যাচ্ছে না।
উপরোক্ত সমস্যা গুলোর সমাধানের লক্ষ্যে এবং মনিটরিং ওয়েলগুলোকে অটোমেশন এর আওতায় আনার উদ্দেশ্যে এই ধরনের কাজ করতে সক্ষম প্রতিষ্ঠানকে মনিটরিং ওয়েল এর কার্যক্রম সমূহ অটোমেশনের পাইলটিং কাজে অংশ গ্রহনের জন্য পত্র মারফত আমন্ত্রন জানানো যেতে পারে।
খসড়া পত্র প্রস্তুত করা হলো। স্বাক্ষর করা যেতে পারে।
খসড়া পত্র
বিষয়ঃ মনিটরিং ওয়েল এর কার্যক্রম সমূহ অটোমেশনের লক্ষ্যে পাইলটিং কাজে অংশগ্রহনের জন্য আমন্ত্রন পত্র।
উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, ঢাকা ওয়াসার আওতাধীন সাভার-কেরানীগঞ্জ ওয়েলফিল্ড প্লান্ট গভীর নলকূপের মাধ্যমে পানি উত্তোলন করে পরিশোধনের পর ঢাকা শহরের মিরপুর এলাকায় সরবরাহ করছে।