প্ল্যান্ট শুরুর পর হতে অদ্যাবধি ফ্লো-মিটারের মেইন্টেনেন্স কাজ করা হয়নি। মেক্যানিক্যাল ফ্লো-মিটার হওয়ার কারনে যদি ও ঠিকমত রিডিং পাওয়া যায়না, তদুপরি প্রাপ্ত পালসের মাধ্যমে এতদিন মোটামুটি কাছাকাছি রিডিং পাওয়া যাচ্ছিল। ইদানীং বেশিরভাগ ফ্লো-মিটার হতে আর রিডিং পাওয়া যাচ্ছিল না।
সমস্যার কথা বিবেচনা করে ICE TEAM ফ্লো-মিটার সমূহের মেইন্টেনেন্স এর কাজ শুরু করে। কাজ শুরুর পর নিম্নোক্ত সমস্যাগুলো (টেবিল নং-১) চিহ্নিত হয়।
| সিরিয়াল নং | ডীপটিউবয়েল নং | সমস্যা | 
|---|---|---|
| DTW203 | ভুল কানেকশন করা ছিলো এবং টার্মিনাল বক্সের ভিতরে তার ছেড়া ছিলো। সমাধান করা হয়েছে। | |
| DTW205 | ভুল কানেকশন করা ছিলো এবং টার্মিনাল বক্সের ভিতরে তার ছেড়া ছিলো। সমাধান করা হয়েছে। | |
| DTW206 | ভুল কানেকশন করা ছিলো এবং টার্মিনাল বক্সের ভিতরে তার ছেড়া ছিলো। সমাধান করা হয়েছে। | |
| DTW209 | ভুল কানেকশন করা ছিলো এবং টার্মিনাল বক্সের ভিতরে তার ছেড়া ছিলো। সমাধান করা হয়েছে। | |
| DTW211 | ভুল কানেকশন করা ছিলো এবং টার্মিনাল বক্সের ভিতরে তার ছেড়া ছিলো। সমাধান করা হয়েছে। | |
| DTW219 | ভুল কানেকশন করা ছিলো এবং টার্মিনাল বক্সের ভিতরে তার ছেড়া ছিলো। সমাধান করা হয়েছে। | |
| DTW-208 | পাল্স জেনারেটরের সমস্যা | |
| DTW221 | পাল্স জেনারেটরের সমস্যা | |
| DTW222 | পাল্স জেনারেটরের সমস্যা | |
| DTW213 | পাল্স জেনারেটরের নাই | 
** এছাড়া সকল ডীপটিউবয়েলের পাল্স জেনারেটরের টার্মিনাল বক্স পরিবর্তন করতে হবে।
উল্লেখ্যযোগ্য ছবি সমূহ










 
			 
			 
			