বিগত ০৬ জুন ২০২২ ইং তারিখ সন্ধ্যা বেলা স্ক্যাডা অপারেটর মেহেদী হাসান এর মাধ্যমে জানা যায় IRP1 এবং IRP2 এর মধ্যকার অপটিক্যাল ফাইবার লিংক কাজ করছেনা। ততক্ষনাত জনাব মোঃ জাহিদ হোসেন চেক করে দেখেন যে কানেকশন বিচ্ছন্ন আছে তাই অতীদ্রুত ফিল্ড এ লোক পাঠিয়ে ক্যাবল চেক করতে বলেন । ফিল্ড চেক করে দেখা যায় যে ডীপটিউবয়েল ২১৮ এর সামনে এলাকার স্থানীয় বিদ্যুত এর ক্যাবলের সাথে অপটিক্যাল ফাইবার এর ক্যাবল লাগার ফলে কয়েকটি জায়গায় ক্যাবলে আগুন জলছে এবং কয়েকটি জায়গায় ক্যাবলে পুড়ে মাটিতে পড়ে আছে।
Video Sent By Mehedy Hasan
Notification and Response With SCADA
– WhatsApp Group
After Visiting the get the following Pictures
পূড়ে যাওয়া ক্যাবল
পূড়ে যাওয়া ক্যাবল
Trying to Remove the Cable Contact.
– Molière
Fiber Optic Cable in Burnig and Melting.
– Molière
এলাকার স্থানীয় জনগনের সমাগম
– Terry a O’Neal
ঘটনার আকস্মিকতায় জনাব মোঃ জাহিদ হোসেন ঐদিন সন্ধ্যাবেলায়ই সমস্যা মোকাবেলায় উদ্যোগ গ্রহন করেন কিন্তু প্রয়োজনীয় লোকবল , যানবাহন এর অভাবে যা পরে স্থগিত করা হয় কিন্তু TEAM ICE কে পরেরদিন সকাল সকাল ইমার্জেন্সি কাজে বেরোনোর জন্য প্রয়োজনীয় সকল প্রকার ইন্সট্রাকশন প্রদান করেন।
দিনের আলোতে TEAM ICE সরেজমিন পরিদর্শন করে প্রচন্ড আশাহত হয় ক্ষয়ক্ষতির পরিমান দেখে, প্রায় ১ কি.মি. এর মত ক্যাবল জায়গায় জায়গায় পূড়ে গেছে।
তাই আর সময়ক্ষেপন না করে ৯ জনের একটি টিম তৈরী করে দ্রুত ক্যাবল পরিবর্তনের উদ্যোগ গ্রহন করে।